সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইদহে বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা শুভ নববর্ষ ১৪২৪ উৎযাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

বাঙ্গালী জাতির সাংস্কৃতির ঐতিহ্য যার মাধ্যমে বাঙ্গালীর হাজার বছরের

চেতনার পরিচয় বহন সেই ১লা বৈশাখ ‘১৪২৪’ ঝিনাইদহ জেলার বিভিন্ন

স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১ লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন

প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন গুলি গান, নাচ,কবিতা পাঠের আসর,

মঙ্গল শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান, নাটক ও পুরষ্কার বিতারনের আয়োজন

করে।

সকাল ৮ টায় ঝিনাইদহ পুরান ডি সি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসক

মাহাবুব আলম তালুকদারের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠান একটি মঙ্গল

শোভা যাত্রা বাহির করে। এই সোভা যাত্রাটি ঝিনাইদহ শহরের বিভিন্ন রাস্তা

প্রদক্ষিণ করে পুনরায় পুরান ডি সি কোর্ট চত্বরে এসে শেষ হয়। এ মঙ্গল

শোভা যাত্রায় ঝিনাইদহ ১ আসনের এম পি আব্দুল হাই, ঝিনাইদহ জেলা

পুলিশ সুপার মিজানুর রহমান, ঝিনাইদহ আওয়ামীলীগের সাধারন সম্পাদক

পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ বিভিন্ন সংগঠনের ব্যাক্তিবর্গ

যোগদান করে।

সকাল ৯ টায় ঝিনাইদহ মুক্তমঞ্চে জেল প্রশাসকের সভাপতিত্বে ১ বৈশাখ

উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি

হিসাবে উপস্থিত ছিল আব্দুল হাই এম পি, বিশেষ অতিথি হিসাবে

আলচনায় অংশ গ্রহণ করে ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান, পোর

মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ। ঝিনাইদহ শিশু একাডেমী জেলা

প্রশাসকের সহযোগিতায় ১৩ ও ১৪ এপ্রিল ২ দিন ব্যাপি বাংলা নববর্ষ

উদযাপন শিশু আনন্দ মেলা ও শিশু নাট্য প্রতিযোগিতা ২০১৭ এর আয়োজন

করে।

আবৃতি, ঘুড়ি উঠান, চিত্রাংকন, যেমন খুসি তেমন সাজো, শিশু নাট্য

প্রতিযোগিতা, লোক নৃত্ত, লোকজ সঙ্গীত, বিজ্ঞান যন্ত্র বিষয়ক

প্রতিযোগিতা, স্টল প্রদর্শনী সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই

অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত ছিল ঝিনাইদহ জেলা প্রশাসকের সহ

ধর্মিণী ও ঝিনাইদহ লেডিস ক্লাবের সভাপতি মিসেস ঊর্মিলা আক্তার। ১৪

এপ্রিল বিকাল ৫ টায় ঝিনাইদহ জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার ও

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে

পুরষ্কার তুলে দেন। তাছাড়া অংকুর নাট্য একাডেমী পৌর শিশু পার্কে ১৩ ও

১৪ এপ্রিল ২ দিন ব্যাপি বর্ষবরণ ও সাংস্কৃতির উৎসবের আয়োজন করে।

বর্ষবরণ ও সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে উপস্থিত ছিল ঝিনাইদহের

বিশিষ্ট শিল্পপতি প্রিয়াংকা গ্রুফের চেয়ারম্যান সাইদুর রহমান সজল।

এখানে ২ দিন ব্যাপ্তি চলে বিভিন্ন প্রকার সঙ্গীত, মঞ্চ নাটক, কবিতা

আবৃতি ও আলোচনা সভা। বিকালে অংকুর নাট্য একাডেমীর সভাপতি

রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল জেলা

প্রশাসক মাহাবুব আলম তালুকদার সহ অন্যন্যরা উপস্থিত ছিল।

তাছাড়া দুর্জয় শিশু কিশোর সংগঠন, গনশিল্পী সংস্থা সহ বিভিন্ন

সামজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ভাবে ঝিনাইদহ শহরে মঙ্গল

শোভাযাত্রা বাহির করে। ১ লা বৈশাখ শহর ছাড়া গ্রামেও বিভিন্ন প্রতিষ্ঠানে

জাক জামক পূর্ণ ভাবে পালিত হয় তারমধ্যে ঝিনাইদহ তেতুল তলা বাজারে

বাংলা শুভ নববর্ষ ১৪২৪ উপলক্ষে ১ লা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহ এম কে

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী বৃন্দ স্কুল চত্বরে একটি র‍্যালি বের করে।

র‌্যালী শেষে বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী গন ইলিশ পান্তা ভাত আলু ভত্তা খাবার

খায়। শেষে এম কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য ফজলুল

হকের সভাপতিত্বে আলোচনা করেন ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতির

সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, সাংবাদিক জাহিদুর

রহমান তারিক ও সাহিদুল এনাম, ইউ পি সদস্য নুরনাহার, ম্যানিজিং

কমিটির সদস্য আব্দুল মজিদ, সহকারী প্রধান শিক্ষক মাহাফুজা রহমান

প্রমুখ।বিকালে ঝিনাইদহ শহরের বিভিন্ন রাস্তায় বৈশাখী সাঁজে ছেলে

মেয়েদের ঘুরে বেড়াতে দেখা যায় ও শহরের হোটেল গুলোর সামনে প্রচুর লোক

সমাগম দেখতে পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451