বাংলার প্রতিদিন, ঢাকা: বর্ষবরণে র্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, এ লক্ষ্যে বিশদ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে র্যাব। পহেলা বৈশাখ সামনে রেখে রমনা বটমূলে বুধবার বিকাল পাঁচটার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রমনা পার্ক এলাকা পরিদর্শন করেন তিনি। বেনজির আহমেদ বলেন, ঢাকাসহ গুরুত্বপূর্ণ যে অঞ্চলে পহেলা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সব জায়গায় র্যাবের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে র্যাবের ডিজি বলেন, ‘নিরাপত্তার অংশ হিসেবে আমাদের গাড়িতে পেট্রোল ডিউটি, মোটরসাইকেল যোগে ফুটপাতে পেট্রোল ডিউটি থাকবে। এ ছাড়া থাকবে ডগ স্কোয়াড, ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সঙ্গে সমন্বয় করে প্রতিটি স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। থাকছে ওয়াচ টাওয়ার, এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করবেন। ’ মোটরসাইকেলে আরোহী নিয়ন্ত্রণ করা হবে বলে জানান র্যাবের মহাপরিচালক। মোটরসাইকেলে একজন চলাচলা করবেন। তবে কেউ যদি তার স্ত্রী-সন্তানকে নিয়ে চড়তে চান সেটা ভিন্ন কথা।’ আর পহেলা বৈশাখের উৎসব আয়োজকরা দিনের আলোতেই উৎসব শেষ করবেন বলে আশা প্রকাশ করেন র্যাবের ডিজি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব-প্রধান বলেন, ‘কোনো ধরনের হুমকি নেই। তবে নিরাপত্তার কথা চিন্তা করে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের ছাড় দিতে চাই না।’ সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, র্যাব-৩-এর অপারেশন অফিসার মঞ্জুরুল আলম এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান এবং মেজর মেহেদী হাসান উপস্থিত ছিলেন।