চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিয়ে হয়েছে। আজ সোমবার বিকেলে এই বিয়ের খবর জনসমক্ষে প্রকাশ করেছেন অপু বিশ্বাস। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি এ কথা জানান।
অপু বিশ্বাস বলেন, ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের বাসায় এ বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন। এত দিন বিষয়টি গোপন রাখা হয়েছে।