সিংড়া (নাটোর) প্রতিনিধি:
“অন্যায় ও দুর্নীতি করব না, প্রশ্রয় দিব না এবং সর্বদা লেখা পড়ায়
মনোযোগী থাকিব”এই বিষয়ে নাটোরের সিংড়ায় প্রায় ৭শতাধিক
শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করেছে। দুর্নীতি বিরোধী শপথ এর পাশা পাশি
পরিবেশ সংরক্ষণ ও মাদক দ্রব্য হতে দূরে থেকে সুন্দর জীবন গড়ার অঙ্গিকারও ব্যক্ত
করে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০ টায় কতুয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এর
আয়োজন করে সিংড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সদস্য
সাংবাদিক সাইফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, দুপ্রক এর
সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সদস্য আমজাদ হোসেন, আলহাজ্ব
মহসিন আলম, প্রধান শিক্ষক আলহাজ্ব শারদুল ইসলাম প্রমূখ। পরে
শিক্ষার্থীদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট সততা সংঘের কমিটি গঠন করা
হয়।#(ছবি