সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকা থেকে সাত বছরের এক মেয়ে শিশুকে
উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ
থেকে হাইওয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশের
কাছে হস্থান্তর করে।
সোনারগাঁও থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, গত মঙ্গলবার রাতে
চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার মহাসড়কের পাশে একটি মেয়ে
শিশুকে কাঁদতে দেখে পুলিশ। এসময় তাকে জিজ্ঞেসাবাদে মেয়েটি তার নাম
সুমাইয়া আক্তার বলে জানায়। মেয়েটি পিতামাতাহীন। তার গ্রামের বাড়ি
গৌরীপুর। সে তার ফুপু সুমুজা বেগমের সাথে ঢাকার উদ্যেশে বাড়ি
থেকে বের হয়, পথিমধ্যে তার ফুপু তাকে ফেলে পালিয়ে গেছে। মেয়েটির
রুবেল নামের নয় বছরের এক ভাই আছে। এছাড়া সে বাকি কিছুই বলতে
পারিনি। তবে মেয়েটি জানিয়েছে তাকে বাসে উঠিয়ে দিলে সে নিজে
চিনে বাড়ি যেতে পারবে। কিন্তু হাইওয়ে পুলিশ মেয়েটিকে একা বাসে
তুলে দেওয়া নিরাপদ মনে না করে বৃহস্পতিবার সকালে পুলিশ মেয়েটিকে
সোনারগাঁ থানায় সোর্পদ করে। এসময় একজন পুলিশ সদস্যকে দায়িত্ব
দিয়ে কিছু নগদ টাকা দিয়ে মেয়েটির বাড়ি গৌরিপুরে পাঠানো
হয়েছে।