মুন্সীগঞ্জ প্রতিনিধি: দেশে এখন আইনের শাসন প্রতিষ্টিত হয়েছে এবং
সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রনে রয়েছে। বুধবার বিকালে জেলা পুলিশের আয়োজনে
মাদক বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আগে
সাধারন মানুষ পুলিশ দেখলে ভয় পেতো এখন পুলিশ সাধারন মানুষের বন্ধু হয়েছে।
পুলিশ জনতা মিলে আমরা যদি কাজ করতে পারি তাহলে এ দেশ থেকে মাদক এবং
জঙ্গিবাদ নির্মূল করতে পারবো। মুখ্য আলোচকের ভাষনে আইজিপি এ কে এম
শহিদুল হক বিপিএম, পিপিএম বলেন, বর্তমান প্রেক্ষাপটে ২টি বিষয়কে আমরা
গুরুত্ব দিয়েছি একটি হলো মাদক অপরটি হলো জঙ্গিবাদ। আমরা দেখেছি
জঙ্গিরা কোরআন হাদিসের খন্ডিত অংশ বিকোশিত করে জিহাদের নামে নিরীহ
মানুষকে হত্যা করছে। মুসলমানে বিরুদ্ধে মুসলমানের কখনও জিহাদ হয় না।
এদিকে বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মাদক
বিরোধী র্যালীতে হাজারও জনতার ঢল নামে। সকাল থেকে মাদক বিরোধী স্লোগান
সংবলিত নানা ব্যানার ফেস্টুন ও মাদক বিরোধী স্লোগান দিয়ে জেলার বিভিন্ন
উপজেলা থেকে মিছিল আসতে শুরু করে সমাবেশ স্থল। এর আগে আইজিপি এ কে
এম শহিদুল হক বিপিএম, ৬ তলা বিশিষ্ট একটি ফাঁড়ি ও নারী পুলিশ ব্যারাকের
ভিত্তি প্রস্তর স্থাপন করেন। দুপুর ২ টার দিকে জেলা পুলিশ লাইন্স থেকে একটি
বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন।
বিকাল থেকে অনাকাংক্ষিত বৃষ্টির কারনে সমাবেশের কিছুটা বেঘাত ঘটে।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম সভাপতিত্বে সমাবেশে
অন্যান্যদের বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. মৃনাল কান্তি
দাস, মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি,জেলা
প্রশাসক সায়লা ফারজানা, পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব প্রমুখ।#