প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে অবিভক্ত বাংলার সাবেক এমএলএ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য
কমরেড রূপ নারায়ণ রায়ের ৪৩তম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পৃথক পৃথকভাবে পালন করা
হয়েছে।
দিবসটি পালনের জন্য ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা মুক্তিযোদ্ধা
বাহিনীর উদ্যোগে প্রয়াত রূপ নারায়ণ রায়ের জন্মভূমি উপজেলার ৫নং খয়েরবাড়ি ইউনিয়নের
অ¤্রবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের
সভাপতিত্বে এবং গেরিলা মুক্তিযোদ্ধা অশ্বিনী মহন্তের সঞ্চালনায় আয়োজিত স্মরণ সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য (ন্যাপ-মোজাফ্ধসঢ়;ফর) নেতা
বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল কাশেম মোহাম্মদ লুৎফর রহমান চৌধুরী, বিশেষ অতিথি
হিসেবে দিনাজপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. কামরুজ্জামান শাহ কামরু, ইউপি
চেয়ারম্যান মো. আবু তাহের মন্ডল, (ন্যাপ-মোজাফ্ধসঢ়;ফর) নেতা গেরিলা মুক্তিযোদ্ধা মো. আব্দুল
আজিজ সরকার ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. মোকছেদ আলী শাহ। এতে
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শংকর প্রসাদ দাশ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ,
সহকারি অধ্যাপক অনিল চন্দ্র রায় প্রমূখ।
সভায় কমরেড রূপ নারায়ণ রায়ের হত্যাকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের
প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে তাঁর (শেখ হাসিনার) সাথে এবং পাশে থাকার অঙ্গীকার করেন
ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা মুক্তিযোদ্ধারা।
সভার শুরুতে দুস্কৃতিকারিদের হাতে নিহত এমএলএ রূপ নারায়ণ রায়ের প্রতিকৃতিতে
শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ তাঁর এবং বিভিন্ন সময়ে প্রয়াত দিনাজপুর জেলার ন্যাপ-কমিউনিস্ট
পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট
নিরবতা পালন করা হয়।
স্মারণ সভায় জেলার ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও
হাকিমপুর উপজেলার দেড় শতাধিক ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা
মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
এদিকে কমরেড রূপ নারায়ণ রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলবাড়ী উপজেলা শাখা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও রূপ নারায়ণ রায় স্মৃতি সংসদ যৌথভাবে পৌর
শহরের পশ্চিম গৌরীপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয়
প্রকাশ গুপ্ত’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামানের সঞ্চালনায়
আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখা
কমিউনিস্ট পার্টির সভাপতি এড. মেহেরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ
সম্পাদক সহকারি অধ্যাপক বদিউজ্জামান বাদল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শাখা
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি প্রভাষক চন্দনা মন্ডল, প্রভাষক বিপ্লব দাস টুংকু, মোসলেম
উদ্দিন, মতিয়ার রহমান প্রমূখ। স্মরণ সভা শেষে কমরেড রূপ নারায়ণ রায়ের হত্যকারিদের বিচারের
দাবিতে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৪মার্চ রাতে উপজেলার লালপুরস্থ নিজ বাড়িতে দুস্কৃতিকারীদের
হাতে নির্মমভাবে হত্যাযজ্ঞের শিকার হয়ে প্রাণ হারান অবিভক্ত বাংলার সাবেক এমএলএ রূপ
নারায়ণ রায়। #