মুন্সীগঞ্জ প্রতিনিধি
শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ
নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান
জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন,
দেশ উন্নয়নে ভাসছে। ড. ইউনুসসহ দেশদ্রোহী কিছু
মানুষ পদ্মা সেতু নির্মাণের বিরোধীতা করে সরকারকে
বিভ্রান্ত করার চেষ্ঠা করে। বিশ্বব্যাংক টাকা দেয়া বন্ধ করে
দেয়। আগামী ২০১৮ সালের মধ্যে সেই পদ্মা সেতুর
নির্মাণ কাজ শেষ হবে।
তিনি বলেন, ডিজিটাল ও মধ্যম আয়ের দেশ গড়া শেখ
হাসিনার স্বপ্ন। ইতোমধ্যে দেশ ডিজিটালাইজড
হয়েছে। গ্রাম শহরে পরিণত হয়েছে।
রবিবার সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সড়কে জেলা
আওয়ামী লীগ আয়োজিত মুন্সীগঞ্জ জেলা পরিষদের
চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনকে দেয়া এক
গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনদানকালে
তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগ সভাপতি
মোহাম্মদ মহিউদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মুন্সীগঞ্জ
জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এ
গণসংবর্ধনা দেয়া হয়।
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর
রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক
ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক
সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি,
সুকুমার রঞ্জন ঘোষ এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি
এমপি প্রমুখ।