সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আগামী ২৪ মার্চ মুক্তি পাচ্ছে তিন ছবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ২৪৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৪ মার্চ বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তিনটি নতুন চলচ্চিত্র। ছবিগুলো হলো হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’, সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইমরোড’ ও বন্ধন বিশ্বাস পরিচালিত ‘শূন্য’।

ছবি মুক্তি প্রসঙ্গে ‘সুলতানা বিবিয়ানা’র পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘এরই মধ্যে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এখন ছবি মুক্তির সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। গ্রামবাংলার জীবন নিয়ে নির্মিত এই ছবি আশা করি দর্শক পছন্দ করবেন। আমরা খুব তাড়াতাড়ি ছবির প্রচারণা শুরু করব।’

‘ক্রাইমরোড’ ছবির প্রযোজক শরীফ চৌধুরী বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, এই ছবি মার্চ মাসে মুক্তি দেবো। স্বাধীনতা দিবসের আগে আগামী ২৪ তারিখ ছবিটি সারা দেশের ৬০টির মতো সিনেমা হলে মুক্তি দিচ্ছি। বাংলাদেশে ক্রাইম নিয়ে নির্মিত এই ছবি আশা করি দর্শক পছন্দ করবেন।’

‘শূন্য’ ছবির পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘জানুয়ারিতে ছবির ছাড়পত্র পেয়েছি। তখন থেকেই ভালো একটি দিনের জন্য অপেক্ষায় ছিলাম। আগামী ২৪ মার্চ ছবিটি মুক্তি পাবে। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরবেন নায়িকা রেসি। সবকিছু মিলিয়ে সুন্দর গল্পের একটি ছবি দর্শককে উপহার দিতে পারব বলে আশা করি।’

‘সুলতানা বিবিয়ানা’ হিমেল আশরাফের প্রথম পরিচালনার কাজ। এতে অভিনয় করছেন বাপ্পী ও আঁচল। শাহীন সুমনের ‘জটিল প্রেম’ ছবির মধ্য দিয়ে বাপ্পী ও আঁচল প্রথম জুটিবদ্ধ হন। ছবিটি ব্যবসায়িক সাফল্য পাওয়ার পর নির্মাতারা বাপ্পী ও আঁচল জুটিকে নিয়ে বেশ কয়েকটি ছবি নির্মাণ করেন।

‘ক্রাইমরোড’ ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ ও বিপাশা কবির, জেফ, সাদিয়া আফরিন, বড়দা মিঠু, অমিত হাসান, মিজু আহম্মেদ, আহমেদ শরিফ প্রমুখ।

‘শূন্য’ ছবির মাধ্যমে অনেক দিন পর রুপালি পর্দায় ফিরছেন নায়িকা রেসি। ২০০৩ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন রেসি। এরপর অভিনয় করেছেন ৩০টির মতো ছবিতে। ২০১২ সালে বিয়ের পর পরিবার, সংসার, সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। নতুন করে ছবি করার মাঝে রেসি কয়েকটি নাটকে অভিনয় করেছেন, বিজ্ঞাপনেও কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451