আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকরগাঁও
বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল
পরিমাণ মাদকদ্রব্য ও এক চোরাকারবারীকে আটক করেছে
ঠাকুরগাঁও ৩০বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
মঙ্গলবার ভোরে জেলার হরিপুর উপজেলার ডারবী সীমান্ত এলাকায়
বিজিবির কোম্পানি কমান্ডার ও টহল দলের যৌথ অভিযানে
৭শ৭০বোতল ফেন্সিডিল উদ্ধার করে ঠাকুরগাঁও ৩০বিজিবি। জব্দ
কৃত ফেন্সিডিলের মুল্য ৪লক্ষ্য৬২হাজার টাকা। এদিকে
রাণীশংকৈল উপজেলার নাগর নদীর পাড় থেকে সীমান্তে মাদক ও
চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম
(৩১) নামে এক চোরাকারবারী কে আটক করেছে বিজিবি
সদস্যরা। পরে আটক কৃত চোরাকারবারীকে হরিপুর থানায়
সোপর্দ করা হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও ৩০বিজিবির
অধিনায়ক। মঙ্গলবার দুপুরে ৩০বিজিবির আয়োজনে বিজিবি
গ্লোরিয়াতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য
নিশ্চিত করেছেন ৩০বিজিবির অধিনায়ক লে.কর্ণেল তুষার বিন
ইউনুস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও,সাধারণ
সম্পাদক লুৎফর রহমান মিঠু, আর জে এফ ঠাকুরগাঁও জেলা
সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, অনলাইন পত্রিকা ক্রাইমওয়াচ
র্
বিডি.কম এর জয় মহন্ত অলক; জে টি ভির ঠাকুরগাঁও
প্রতিনিধি আব্দুল আউয়াল. সহ অন্যান্য সাংবাদিকগণ।