অনলাইন রিপোর্ট ঃ ইয়েমেনের পশ্চিমাঞ্চলের ব্যস্ত বাজারে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলায় নিহত হয়েছেন ২৭ জন।
আহত অন্তত ১৫ জন।নিহতদের ২০ জনই বেসামরিক নাগরিক। বাকী ৬ জন হুথি বিদ্রোহী। শুক্রবার লোহিত সাগর তীরবর্তী হুদাইদা শহরের খওখা এলাকায় হুথি অবস্থানে হামলার লক্ষ্য থাকলেও তা বাজারে গিয়ে আঘাত হানে।
কর্তৃপক্ষ জানায়, বাজারে ঢোকার মুখে ইয়েমেনিদের তামাক জাতীয় জনপ্রিয় পাতা বিক্রির স্থানে হামলাটি হয়। হতাহতদের সাহায্যে অ্যাম্বুলেন্সের প্রবেশ ঠেকাতে ঘটনাস্থলের আকাশে টহল দিতে থাকে সৌদি যুদ্ধ বিমানগুলো।
গেলো দু’বছরে সৌদি হামলায় ইয়েমেনে নিহত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। হামলায় অবকাঠামো হারিয়ে ও খাদ্যাভাবে দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছেন প্রায় ৭০ লাখ ইয়েমেনি।