অনলাইন ডেস্কঃ
অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, মেহের আফরোজ শাওন, পরী মণি, শবনম বুবলী, মিষ্টি জান্নাত, জয়া চৌধুরী, শান, এস আই ফারুকসহ মোট ৬৫ জন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ পেয়েছেন। চলতি মাসে আরো কয়েকজন নতুন সদস্য নেওয়া হবে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান।
অমিত হাসান বলেন, ‘আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিতে গত দুই বছরে অনেক শিল্পী সদস্য পদের জন্য আবেদন করেন। আমরা সব ধরনের বিচার বিশ্লেষণ করে সদস্য পদ চূড়ান্ত করেছি। গতকাল শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে ৬৫ জন শিল্পীকে নতুন সদস্যপদ দেওয়া হয়েছে। চলতি মাসে আরো কিছু শিল্পী সদস্য পদ পেতে পারেন।’
সমিতিতে সদস্য পদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে অমিত বলেন, ‘যাঁরা চলচ্চিত্রে নিয়মিত কাজ করেন তাঁদের আমরা চিনি, কারণ দিন শেষে আমরা যারা চলচ্চিত্রে কাজ করি, তারা একসঙ্গে বসে আড্ডা দেই, আমরা সবাই সবাইকে চিনি। যে কারণে এখানে কোনো সমস্যা নেই। আবার এঁদের মধ্যে অনেক সিনিয়র শিল্পীও আছেন যারা চলচ্চিত্রে অনেক দিন ধরেই কাজ করেন, কিন্তু কোনো দিন সদস্য পদের জন্য আবেদন করেননি। তাদের সবাইকে কাজের ভিত্তিতেই এই পদ দেওয়া হয়েছে।’
বর্তমানে সমিতির সদস্য সংখ্যা রয়েছে ছয় শতাধিক। সভাপতি হিসেবে রয়েছেন নায়ক শাকিব খান।