রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

এখন থেকে মামলা জট আর বাড়বে না :আইনমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ২৩৩ বার পড়া হয়েছে

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক

মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, শেখ হাসিনা সরকার বিচার বিভাগের

উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে তাই এখন থেকে মামলা জট আর

বাড়বে না, মামলা জট কমতে শুরু করবে এবং তা একপর্যায়ে শুণ্যের কোটায়

পৌছাবে। তিনি বলেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিচার কাজ

দ্রুত করতে আদালত ভবন নির্মাণ করা হচ্ছে। তাই শেখ হাসিনার নেতৃত্বে

সোনার বাংলা গড়তে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও দেশের

রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার দ্রুত আইনের শাসন

প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তাই কারও আত্মীয়-স্বজন নির্মম হত্যাকান্ডের শিকার

হবেন কিন্তু বিচার পাবেন না এনিয়ে যেন প্রশ্ন না ওঠে সে ব্যবস্থা আমরা করে

যাবো। মন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেলে ২১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৪তলা

বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন উদ্বোধন

উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এনামুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক,

জেলা পরিষদ চেয়ারম্যান মাইনুদ্দীন মন্ডল, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা

প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ

মোস্তাফিজুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন কাজল

প্রমূখ। ১২ তলা ভিত বিশিষ্ট সর্বাধুনিক এই ভবনের ৬৭,০৫১ বর্গফুট আয়তনের

প্রথম ৪ তলা নির্মানে ব্যয় হয়েছে ২১ কোটি ৬০ লাখ টাকা। চাঁপাইনবাবগঞ্জের

বৃহত্তম ও দৃষ্টিনন্দন ভবনটির নক্সা প্রণয়ন করেছে স্থাপত্য অধিদপ্তর। ভবনটিতে ৯টি

এজলাস রয়েছে। ভবনের দ্বিতীয় পর্যায়ের ৪ তলা নির্মানের দরপত্র প্রক্রিযা ইতিমধ্যে

সম্পন্ন হয়েছে। ভবনটি নির্মাণে সার্বিক দায়িত্ব পালন করেছে গণপূর্ত

বিভাগ।আইনমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451