নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তার গাছ কেটে আত্মসাতের চেষ্টা করায় মোসলেম
আলী (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত শনিবার রাতে থানা পুলিশ মোসলেম আলীকে গ্রেফতার করে
জেল হাজতে পাঠায়। গ্রেফতারকৃত মোসলেম আলী উপজেলার রামজীবন ইউনিয়নের
পূর্ব রামজীবন মৃত ছমিল উদ্দিনের পুত্র। সে গত ৬ ফেব্রুয়ারী মজুমদারহাট-নগর
কাঠগড়াগামী সড়কের পাশে পূর্ব রামজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদুরে
পাঁকা সড়কের উপর অবস্থিত একটি ইউক্লিপটাস গাছ কেঁটে আত্মসাতের
চেষ্টায় নিজ বাড়িতে নিয়ে যায়। মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী
কর্মকর্তা মানিক চন্দ্র বর্র্মণ থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ মোসলেম
আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানা গেছে।াঁ