সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা
এলাকা থেকে বুধবার দুপুরে ২টি প্রাইভেটকার সহ ভুয়া
গোয়েন্দা (ডিবি) পুলিশকে গ্রেফতার করেছে সোনারগাঁ
থানা পুলিশ। এ সময় তাদের তাদের কাছ থেকে ডিবি পুলিশ
লেখা তিনটি পোশাক, এক জোড়া হ্যান্ড কাপ, একটি
ওয়াকিটুকি, পুলিশের ব্যবহৃত দুটি লাঠি, একাধিক ভুয়া
ওয়ারেন্টের কাগজ উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার
জানান, বুধবার দুপুরে তার নেতৃত্বে এএসআই হাবিবুর
রহমান ও উদয় কুমার চক্রবর্তী সহ একদল পুলিশ ফাদ পেতে বালুর
বস্তা নিয়ে একটি লেগুনা যোগে উপজেলার মোগরাপাড়া
চৌরাস্তার থেকে কাচঁপুর এলাকায় যাচ্ছিল। সোর্সের
মাধ্যমে ভুয়া ডিবি পুলিশকে জানানো হয় ওই বস্তায় জমি
বিক্রির ৬৫ লাখ টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এ খবরে ভুয়া ডিবি
পুলিশের একটি দল দুটি প্রাইভেটকার নিয়ে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের আফিয়া সিএনজি এলাকায় গতিরোধ করে। আগে
থেকেই ওৎপেতে থাকা সোনারগাঁ থানা পুলিশের একাধিক দল
তাদেরকে ঘটনাস্থল থেকে নুর ইসলাম, নুরুজ্জামান মোক্তার, কুদ্দুস
মিয়া, হেলাল মিয়া, শেখ মোজাম্মেল, মনির হোসেন, মাসুদ
রানা, এনামুল হক, মাসুদ করিম ও মিঠু খান নামের ১০ ভুয়া
ডিবি পুলিশকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে
ডিবি পুলিশ লেখা তিনটি পোশাক, এক জোড়া হ্যান্ড কাপ,
একটি ওয়াকিটুকি, পুলিশের ব্যবহৃত দুটি লাঠি, একাধিক
ভুয়া ওয়ারেন্টের কাগজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত নুর ইসলাম ভোলা সদর উপজেলার তালুক চর গ্রামের
খালেক বেপারীর ছেলে, নুরুজ্জামান মোক্তার মানিকগঞ্জ সদর
উপজেলার জয়গঞ্জ গ্রামের নুরুল ইসলামের ছেলে, কুদ্দুস মিয়া
কুমিল্লার মুরাদনগর উপজেলার কামেলা গ্রামের মোতালেব মিয়ার
ছেলে, হেলাল মিয়া নওগার বঙ্গালগামী উপজেলার বালুভরা উপজেলার
আব্দুল জলিলের ছেলে, শেখ মোজাম্মেল গোপলগঞ্জের
কোটালীপাড়া উপজেলার টাপুরিয়া গ্রামের শেখ মোশারফের
ছেলে, মনির হোসেন পাবনার ভেড়া উপজেলার বিজয়গঞ্জ গ্রামের
আব্দুল মজিদের ছেলে, মাসুদ রানা নওগা সদর উপজেলার
আতাইকুলা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে, এনামুল হক ফেনীর
সোনাগাজী উপজেলার দরবেশ গ্রামের মজিবুর রহমানের ছেলে,
মাসুদ করিম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দেহকোলা
গ্রামের মোক্তার হোসেনের ছেলে ও মিঠু খান টাঙ্গাইল সদর
উপজেলার বাতকুডা গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে।