মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মশক নিধনে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গত ২৫/০২/২০১৭খ্রিঃ তারিখ হতে মশক নিধনে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করা

হয়েছে, যা চলবে ০৯/০৩/২০১৭খ্রিঃ তারিখ পর্যন্ত। অঞ্চল-৫(কারওয়ান বাজার)কে

তিনটি গ্রুপে ভাগ করে ৩টি ওয়ার্ড এর জনবল একটি ওয়ার্ডে নিয়ে এ

কার্যক্রম পরিচালিত হবে। ২৬, ২৭, ২৮ একটি গ্রুফে, ২৯,৩১,৩২একটি

গ্রুফে এবং ৩০,৩৩,৩৪একটি গ্রুফে থাকবে। সকাল বেলা লার্ভিসাইড ও

ম্যালেরিয়া ওয়েল বি ছিটানো এবং বিকেল বেলা এডাল্টিসাইড ছিটানো বা

ফগিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ৪২স্প্রেম্যান এবং ২২ক্রু মোট ৬৪জন মশক

নিধন কর্মী ৪৮টি ফগার মেশিন, ৭২টি হস্তচালিত স্প্রেমেশিন দ্বারা এ

কার্যক্রম চালাচ্ছেন। গ্রিনরোডে লার্ভিসাইডিং এবং মোহাম্মদপুর সূচনা

কমিউনিটি সেন্টারে এডাল্টিসাইডিং কার্যক্রম উদ্ভোবধন করেন অঞ্চল-৫

এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব এস এম অজিয়র রহমান। এ সময় আরও

উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেওয়ান মোঃ শাখাওয়াত

হোসেন, স্বাস্থ্য পরিদর্শক জনাব আবদুল খালেক মজুমদারসহ পরিচ্ছন্ন

পরিদর্শক, ওয়ার্ড সচিব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মশক নিধন কার্যক্রমের প্রতিবন্ধকতাসমূহঃ

১) ওয়াসাসহ অন্যান্য সংস্থার মালিকানাধীনা খাল এবং জলাশয়সমূহ কচুরীপানা,

জলজ আগাছা ও আবর্জনাপূর্ণ থাকা

২) ময়লা আবর্জনা নির্ধারিত ডাষ্টবিনে না ফেলা

৩) বাড়ির আশ পাশ পরিস্কার না রাখা তথা অপ্রয়োজনীয় জিনিসপত্রে পানি জমে

থাকা

অদ্য ২৮/২/২০১৭ তারিখের ২৬নং ওয়ার্ডে তেজগাঁও ষ্টেশন রোড সংশ্লগ্ন

এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিঃ জেঃ এস এম এম সালেহ ভূইয়া, স্বাস্থ্য

কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক, সংরক্ষিত আসনের কাউন্সিলর জনাব শামীমা

রহমান, স্বাস্থ্য পরিদর্শক জনাব আবদুল খালেক মজুমদারসহ অন্যান্য গণ্যমান্য

ব্যক্তিবগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451