সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তালায় কলেজ ছাত্র মিন্টু মল্লিক বাঁচাতে চায়!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

তালা প্রতিনিধি :

তালায় বৈদ্যুতিক তারে জড়িয়ে কলেজ ছাত্র মিন্টু মল্লিক (২৬) এর শরীরের প্রায় ৭০

শতাংশ মাংস পুঁড়ে ঝলসে গেছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

বার্ণ ইউনিটে মৃত্যুর সন্ধিক্ষণে। তার মানবিক সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের

এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

জানা গেছে, তালা উপজেলার সুজনশাহ গ্রামের অতিদরিদ্র কৃষক চিত্র রঞ্জন মল্লিকের

জ্যেষ্ঠ পুত্র তালা সরকারি কলেজের দর্শন বিভাগের ছাত্র মিন্টু মল্লিক (২৬) লেখাপড়ার

পাশাপাশি কাজ করে পড়ার খরচ যোগাত। গত ২২শে নভেম্বর দুপুুরে সুজনশাহ

সার্বজনীনন কালিমন্দিরের পূজার বৈদ্যুতিক সংযোগ নেওয়ার সময় বৈদ্যতিক

দুর্ঘটনায় তার শরীর পুড়ে ঝলসে যায়। তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল পরে খুলনা

এবং বর্তমানে ঢাকা বার্ণ ইউনিটে সে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে সে জীবন

মৃত্যুর সন্ধিক্ষণে প্রহর গুনছে। তার চিকিৎসার খরচ দরিদ্র পিতা-মাতার পক্ষে যোগাড় করা

সম্ভব নয়। এজন্য তাঁর বন্ধু ও স্বজনরা সাহায্যে জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করে যাচ্ছেন।

গরীব মেধাবী কলেজ ছাত্র জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারি-বেসরকারি

প্রতিষ্ঠানে সংশ্লিষ্টদের নিকট মানবিক সাহায্যে জন্য আবেদন জানিয়েছেন। মিন্টুর

পিতা চিত্তরঞ্জণ একজন দিন মজুর। তার বসতভিটা ৩/৪শতক জমি ছাড়া আর কিছুই নেই।

তার পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের সাহায্য আবেদন

জানিয়েছেন। সাহায্যে পাঠানোর ঠিাকানা মিন্টু কুমার মল্লিক, সঞ্চয়ী হিসাব নংঃ

০২০০০০৭১৬৪৯১০ অগ্রণী ব্যাংক পাটকেরঘাটা শাখা, সাতক্ষীরা অথবা বিকাশ নং

০১৯৫৪১৬৪০৫০।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451