বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ইঞ্জিন থেকে চুরি করা ৬৭০ লিটার তেলসহ ৫জন আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৩৩ বার পড়া হয়েছে

আব্দুর রহিম পলাশ, চাঁপাইনবাবগঞ্জ ঃ

 

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাওয়া

রাজশাহীগামী ট্রেনের ইঞ্জিন থেকে চুরি করা ৬শত ৭০ লিটার ডিজেলসহ

৫জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। র‌্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মঙ্গলবার দুপুর আড়াইটায়

জানিয়েছেন, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর সহায়তায়

কয়েকজন চোরাকারবারী চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা ষ্টেশন থেকে

ছেড়ে যাওয়া রাজশাহীগামী ট্রেনের ইঞ্জিন হতে তেল চুরি করে অসাধুভাবে

অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর

সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প

কমান্ডার এএসপি এ.কে.এম. এনামুল করিমের নেতৃত্বে সোমবার দিবাগত

রাত সাড়ে ১১টায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ললিতনগর ষ্টেশনের

পশ্চিম পাশে ষ্টেশন বাজারের মাকরান্দা নামুপাড়া এলাকার মোজাম্মেল হকের

ছেলে জামালের (৫৫) ষ্টোর রুমে অভিযান পরিচালনা করে। এ সময় ট্রেনের

ইঞ্জিন হতে ডিজেল চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য চাঁপাইনবাবগঞ্জ

জেলার আমনুরা কলোনীপাড়া এলাকার আব্দুল মান্নান মানিকের ছেলে জামাল

উদ্দিন (৪০), মৃত জনাব আলীর ছেলে জাহাঙ্গীর আলী (৩০), আমনুরা বাজার

এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৩৫), মৃত আব্দুল কাদেরের

ছেলে জালাল উদ্দিন (৪৪) এবং আমনুরা বালিকাপাড়া এলাকার মৃত আরমান

আলীর ছেলে দুলাল উদ্দিন (৩৯) কে ট্রেনের ইঞ্জিন হতে চুরিকৃত ৬শত ৭০

লিটার ডিজেল, ৩টি টিনের বড় ড্রাম, ৩টি প্লাষ্টিকের ড্রাম, তেল বহনে

ব্যবহৃত ১৪টি প্লাস্টিকের বস্তা, তেল স্থানান্তরে ব্যবহৃত ৩০ ফিট প্লাষ্টিকের

পাইপ, ১টি তেল মাপার গ্যালন, ১টি তেল ঢালার কর্ক এবং তেল ক্রয় বিক্রয়ের

নগদ ১২ হাজার ৭৩৫ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ অবৈধ ও

অসাধুভাবে রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় ট্রেনের ইঞ্জিন

হতে ডিজেল চুরি করে অন্যত্র বিক্রয়ের কথা স্বীকার করেছে। এ বিষয়ে

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451