গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন গোলাম মোস্তফা আহমেদ। মঙ্গলবার দলের সংসদীয় বোর্ড তাকে মনোনয়ন দেয়।
গেলো ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এরপর আসনটি শূন্য হয়। এ আসনে মনোনয়ন দিতে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ড সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
গোলাম মোস্তফা আহমেদ সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এর আগে চণ্ডীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন তিনি। তিন বছর আগে অবসরে যান গোলাম মোস্তফা।
আসছে ২২ মার্চ সুন্দরগঞ্জে উপনির্বাচন হবার কথা রয়েছে।