প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের জাওয়ানরা গত এক মাসে সীমান্তের
বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এক কোটি তিন লাখ ৭৩হাজার
টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করেছে।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী বলেন,
গত ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সীমান্তে বিভিন্ন স্থানে বিজিবি সদস্যরা
চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে উল্লেখিত টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
করেছে। তবে অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায়
কাউকে আটক করা যায়নি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় গরু, মসলা, ফেন্সিডিল, গরু
মোটাতাজাকরণ বড়ি, যৌন উত্তেজক বড়ি, নেশা জাতীয় বিভিন্ন প্রকার বড়ি, প্রসাধন
সামগ্রী, সাইকেল যন্ত্রাংশ প্রভৃতি।