মোঃ আশিকুর রহমান(টুটুল), নাটোর ব্যুরো প্রধান:
বাংলাদেশের বিপ্লবী ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,
বর্তমানে দেশে কোন গণতন্ত্র নেই। সরকার এখন গায়ের জোরে ক্ষমতায় রয়েছে।
দেশে কোন আইনের শাসনও নেই। সরকারী দলের লোকেরা খুনোখুনি করছে অথচ
মামলা পাকাপোক্ত করতে অন্যদের আসামী করা হচ্ছে। তিনি বলেন সরকারি দল ঢাকা
শহরের অর্ধেকটা দখল করে সম্মেলন করলে অনুমতির প্রয়োজন হয়না। অথচ বিরোধী
দলের সম্মেলন, সভা সমাবেশ করতে অনুমতি পাওয়া যায়না। অর্থাৎ দেশে এখন
সরকারি দলের জন্য এক আইন ও বিরোধী দলের জন্য ভিন্ন আইন চলছে। তিনি আরো
বলেন যে কোন দেশে সরকারের সমালোচনা করাটা মানুষের গণতান্ত্রিক অধিকার।
কিন্তু আমাদের দেশে সরকারের সমালোচনা করাকে তারা বলছে রাষ্ট্রদ্রোহিতা। অথচ
গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আলোচনা সমালোচনা থেকে ক্ষমতাসীন সরকার
দেশ পরিচালনার ক্ষেত্রে নিজেদের ভুল গুলো শুধরে নেয়। সাইফুল ইসলাম শনিবার বিকেলে
নাটোরর লালপুর উপজেলা বিআরডি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশের বিপ্লবী
ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা
সম্পাদক আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন কমরেড নিতাই চন্দ্র সরকার, কমরেড সোলাইমান হোসেন, কৃষক
নেতা তোজাম্মেল হক, কমরেড আব্দুল বাতেন, কমরেড বিধান কুমার সরকার
প্রমুখ।