গেলো ৪ মাসে প্রায় ৩৯ হাজার পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।
সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা জানান, কর্মক্ষেত্র ও বাসস্থানের নিয়ম লঙ্ঘন করায় পাকিস্তানিদের ফেরত পাঠানো হয়েছে।
ওই কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে জঙ্গি সংগঠন আইএস কর্তৃক পরিচালিত কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে মাদক পাচার, চুরি ও জালিয়াতির পাশাপাশি শারীরিকভাবে হেনস্থাও করার অভিযোগ কারও কারও বিরুদ্ধে।
সৌদি আরবের শুরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল-সাদান বলেন, পাকিস্তানিদের কাজে নিয়োগ দেয়ার আগে তাদের বিষয়ে ভালভাবে যাচাই-বাছাই করে নেয়া দরকার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সন্ত্রাস ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সন্দেহভাজন ৮২ জন পাকিস্তানিকে জেলহাজতে রাখা হয়েছে।