নতুন নির্বাচন কমিশন (ইসি) জনগণের প্রত্যাশা পূরণ করে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব বলেন, ‘আমাদের অনেক অর্জন আছে এবং সম্ভাবনা আছে। আমরা হতাশার কথা ভুলে গিয়ে আশাবাদী। আমরা বিশ্বাস করি, পরিবর্তন আসবে। যাঁরা দায়িত্ব পেয়েছেন তাঁরা সবার জন্য, দেশের জন্য, বিশেষ করে নির্বাচনের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারছেন কি না, সেটাই আমাদের দেখার বিষয়।’
সোমবার সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। আর কমিশনার হিসেবে রয়েছেন সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পাঁচজনের নিয়োগে অনুমোদন দিয়েছেন।