বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

টিআইর দুর্নীতি সূচকে বাংলাদেশের উন্নতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ১১০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০১৬ সালের দুর্নীতি সূচকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৫তম অবস্থানে আছে বাংলাদেশ। এ তালিকায় আগের বছরের চেয়ে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে।

১৭৫টি দেশকে নিয়ে এ তালিকা করে টিআই। সেই তালিকায় ১৪৫তম অবস্থানে আছে বাংলাদেশ।

টিআইর প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবার বাংলাদেশ ২৬ পয়েন্ট পেয়েছে।

আগের বছর ১৬৮টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্তের তালিকায় ২৫ পয়েন্ট পেয়ে ১৩তম অবস্থানে ছিল বাংলাদেশ। সে বছর তালিকার ১৩৯ নম্বরে ছিল বাংলাদেশ।

১৯৯৫ সাল থেকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ শুরু করে টিআই। বাংলাদেশ সে তালিকায় স্থান পায় ২০০১ সালে।

এবারের সূচক অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড। দেশ দুটির পয়েন্ট ৯০। এর পরই আছে ফিনল্যান্ডের অবস্থান। দেশটির পয়েন্ট ৮৯।

টিআইর প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান। ১৫ পয়েন্ট পেয়ে দেশটির অবস্থান ১৬৯তম। এর পরই আছে বাংলাদেশ।

এবারের তালিকায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। দেশটির পয়েন্ট ১০। এর পরই আছে দক্ষিণ সুদানের অব্স্থান। দেশটি পেয়েছে ১১ পয়েন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451