মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

রাষ্ট্রপতিকে বিতর্কিত করার চেষ্টায় ক্ষমতাসীনরা: ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ২৩১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “তারা জানে, যদি নির্বাচন সুষ্ঠু হয়, অবাধ হয়, তারা কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না।

“সেজন্য তারা বির্তকিত করতে চায় এমনকি মহামান্য রাষ্ট্রপতিকেও তারা বিতর্কিত করতে চায়। দুঃখ হয় যখন তাদের (আওয়ামী লীগ) শীর্ষ নেতারা এ সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা বলেন, যার কোনো ভিত্তি নাই।”

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে একথা বলেন ফখরুল।

নিরপেক্ষ ইসি না হলে মানা হবে না বলে বিএনপি নেতাদের হুমকির প্রতিক্রিয়ায় রোববার এক সভায় ওবায়দুল কাদের বলেছিলেন, “বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে সার্চ কমিটিতে রাখতে নাম প্রস্তাব করেছেন। সেই হাসান সাহেব কি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন না? তাহলে কোনটা পক্ষ, কোনটা নিরপেক্ষ?”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যায়িত করে আসা বিএনপি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উপর আস্থা রেখে ইসি গঠনে তার ডাকা সংলাপে অংশ নিয়েছে।

সংলাপে নতুন ইসি গঠনে নানা বিষয়ে বিভিন্ন প্রস্তাব তারা দিলেও সার্চ কমিটিতে রাখতে সুনির্দিষ্ট কোনো নাম প্রস্তাব করা হয়েছে কি না, সে বিষয়ে বিএনপির নেতারা মুখ খোলেননি।

ওবায়দুল কাদের সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম প্রস্তাবের কথা প্রকাশের পর ফখরুল তার উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেছিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য্ ‘সর্বৈব মিথ্যাা’।

সোমবারের আলোচনা সভায় বক্তব্যেি ফখরুল শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার প্রস্তাব গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

“আমি ধন্যবাদ দেবো রাষ্ট্রপতিকে, তিনি সেটাতে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, তাদের সাথে কথা বলেছেন।”

দশম সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বিএনপি মহাসচিব বলেন, “রাষ্ট্রপতি গতকালও (রোববার) পার্লামেন্টে বলেছেন, আমি দেখতে চাই গণতন্ত্র সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে।

“আমরাও সে কথাই বার বার বলছি যে, আমরা একটা ইনক্লুসিভ ডেমোক্রেসি চাই, একটা ইনক্লসিভ ইলেকশন চাই, একটা ইনক্লুসিভ পলিটিক্স চাই, যেটাতে সবাই অংশগ্রহণ করবে।”

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকীর এই আলোচনা অনুষ্ঠানে বিএনপি সমর্থক আইনজীবীদের ঐক্যয়বদ্ধ থাকার আহ্বানও জানান ফখরুল।

“কখনও হতাশ হবেন না। বুকে বল নিয়ে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, আমাদেরকে বিজয় অর্জন করতে হবে, আমাদেরকে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বিএনপি লড়াই করছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য। আমাদের সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদলের পরিচালনায় আলোচনা সভায় আমিনুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এএম মাহবুবউদ্দিন খোকন, তৈমুর আলম খন্দকার, মাসুদ আহমেদ তালুকদার, এবাদুর রহমান চৌধুরী, খালেদা পান্না, মতিলাল ব্যাপারী, আবেদ রাজা, মনির হোসেন, মোহাম্মদ আলী বক্তব্য রাখেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451