সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে ঃ
সিরাজগঞ্জের তাড়াশে সাগর (৬) নামের এক শিশু বলৎকারের
শিকার হওয়ার পরেরও প্রভাবশালীদের হুমকিতে মামলা করতে ভয় পাচ্ছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার সগুনা ইউপির ধাপতেতুলিয়া
গ্রামে। গ্রাম বাসী সুত্রে জানা যায়, উপজেলার
ধাপতেতুলিয়া গ্রামের দরিদ্র কৃষক মোসলেম উদ্দিনের শিশু পুত্র
সাগর কে বুধবার বিকেলে একই গ্রামের প্রভাবশালী খান
মাহমুদ এর লম্পট ছেলে শাহাদৎ হোসেন (৩৫) ফুসলিয়ে বাড়ীর
পার্শ্ববতী সেচপাম্ব ঘরে নিয়ে বলৎকার করে। পরে সাগর বাড়ীতে
ফিরে তার মা বাবার কাছে সব বলেদেয়। সাগরের মা সামেদা
খাতুন কান্না জড়িত কন্ঠে জানান, লম্পট শাহাদৎ এর অভিভাবক
কের নিকট অভিযোগ করে বিচার পাননি । আবার প্রভাবশালেিদর
চাপে হুমকির মুখে থানায় মামলা করতে যেতে পারছেন না।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান
জানান. শিশু বলৎকারের ঘটনা জেনেছি কিন্তু এখনো কেহ
অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে।