বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুন্দরগঞ্জের এমপি লিটনের দাফন সম্পন্ন : আরও ৯ জন আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ  সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়। সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাজায়

তার ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ২য় দফা জানাযা শেষে বিমান

বাহিনীর একটি হেলিকপ্টরযোগে এমপি লিটনের মরদেহ সুন্দরগঞ্জের

বামনডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন একটি মাঠে দুপুর ১টা ৪০ মিনিটে নিয়ে

আসা হয়। হেলিকপ্টরটি বামনডাঙ্গা আব্দুল হক কলেজ মাঠে নামানোর কথা

থাকলেও ওই মাঠে ল্যান্ড করা সম্ভব না হওয়ায় পরে কলেজ মাঠ থেকে হাফ

কিলোমিটার দুরে রেল স্টেশনের পাশে একটি জমিতে নামানো হয়। সেখান

থেকে অ্যাম্বুলেন্সযোগে বামনডাঙ্গাস্থ শাহবাজ মাস্টারপাড়ায় এমপির মরদেহ

তার বাড়িতে নিয়ে আসা হয়। লিটনের কফিনের সাথে কেন্দ্রীয় আওয়ামী

লীগের নেতাকর্মী ছাড়াও সাথে ছিলেন তার শোকাহত স্ত্রী ও জেলা মহিলা

আওয়ামী লীগ নেত্রী খুরশিদ জাহান স্মৃতি, তার বড় বোন আফরোজা বুলবুল ও

তৌহিদা বুলবুল এবং ভগ্নিপতি আব্দুল্যাহিল বারী।

কফিনে শ্রদ্ধা জানালেন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ঃ

লিটনের বাড়িতে রাখা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ঢাকা থেকে

আসা ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি, হুইপ মাহাবুব

আরা বেগম গিনি এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় সংসদের যুগ্ম

সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল

হক এমপি, জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী

কমিটির সভাপতি এইচ.এন. আশিকুর রহমান এমপি, অধ্যক্ষ আবুল কালাম

আজাদ এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন,

জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ

নেতৃবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপারের

পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপারসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ কফিনে

পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। এরপর বাদ আছর বাড়ির সামনের চত্বরে ৩য়

দফা নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন

হয়। সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ এই জানাযা ও দাফনে অংশ গ্রহণ করে।

লিটনের মরদেহ বাড়ির উঠোনে তার প্রিয় গাবগাছ তলায় রাখা হলে সেখানে

দলীয় নেতাকর্মীসহ হাজারো মানুষের ঢল নামে। মরদেহ নামানোর সময়

উপস্থিত জনতাদের মধ্যে শোকের মাতম সৃষ্টি হয়। পরে বাড়ির সামনে এমপি

লিটনকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য আবেগে আপুত হয়ে পড়েন

সর্বস্তরের মানুষ।

কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে এমপি লিটনের কফিনে পুষ্পমাল্য অর্পন করে

শ্রদ্ধা জানানোর পর উপস্থিত সাংবাদিক ও শোকাহত জনগণকে উদ্দেশ্য করে

এমপি নানক বলেন, শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত ও দেশের স্বাভাবিক

অবস্থা অস্থিতিশীল করতে নানা অপশক্তি কাজ করছে। এই এলাকায় মৌলবাদি

শক্তি নৈরাজ্য সৃষ্টি করেছিল যার প্রতিবাদ করেছিলেন এমপি মঞ্জুরুল ইসলাম

লিটন। তাকে হত্যার মধ্য দিয়ে সরকারকে সতর্ক করা হয়েছে। আমরা

পরিস্কারভাবে বলতে চাই এই অপশক্তির বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে।

এমপি লিটন হত্যার ঘটনায় আরও ৯ জন আটক ঃ এমপি লিটন হত্যার

ঘটনায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত আরও ৯ জনকে আটক

করেছে পুলিশ। উলেখ্য, প্রথম দফায় আটক ১৮ জনের মধ্যে ১৫ জনকে লিটন

হত্যা মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে সোমবার আদালতে প্রেরণ করা

হয়েছে। বাকি ৩ জনকে অন্য মামলায় গ্রেফতার দেখানো হয়। এ নিয়ে এই

হত্যাকান্ডের সাথে সংশিষ্টতার অভিযোগে এ পর্যন্ত মোট ২৪ জনকে

গ্রেফতার করা হলো।

উলেখ্য, রোববার রাত সাড়ে ৮টায় লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদি

হয়ে অজ্ঞাত পরিচয়ে ৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা

দায়ের করলে রাত ১১টায় মামলাটি রেকর্ড করা হয়। হত্যার মূল মোটিভ উদ্ধার

এবং হত্যাকারিদের গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে।

সুন্দরগঞ্জে অর্ধ দিবস হরতাল পালিত ঃ এমপি লিটনকে হত্যার প্রতিবাদ ও

হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ

সংগঠন সমূহ যৌথভাবে রোববার সকাল-সন্ধ্যা এবং সোমবার দুপুর ১২টা

পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করে। হরতাল চলাকালে সকল প্রকার যানবাহন

চলাচল ও দোকানপাট বন্ধ থাকে। সোমবার সকাল ৭টায় লালমনিরহাট থেকে

ছেড়ে আসা সান্তাহারগামি লোকাল ট্রেনটিকে বামনডাঙ্গা রেল স্টেশনে

আটক করে রাখা হয়। লিটনের মরদেহ সুন্দরগঞ্জে আসার সাথে সাথেই হরতাল

প্রত্যাহার করে নেয়া হয়। হরতাল চলাকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নেতাকর্মীরা বলেন, সুন্দরগঞ্জ উপজেলায়

সাম্প্রদায়িক, মৌলবাদি জঙ্গি চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই

এমপি লিটনকে হত্যা করা হয়েছে। তারা বলেন, ইতোপূর্বে জামায়াত নেতা

দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দেয়াকে কেন্দ্র করে ২০১৩ সালের ২৮

ফেব্র“য়ারি গোটা সুন্দরগঞ্জ উপজেলায় দু’দিনব্যাপী তান্ডব চালায়

জামায়াত-শিবির কর্মীরা। এসময় রেল লাইন উপড়ে ফেলা, সুন্দরগঞ্জ থানা ও

বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা করে ৪ জন পুলিশকে নির্মমভাবে হত্যা

করা হয়। এছাড়া একজন রিক্সা চালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে

হত্যা করে জামায়াত-শিবিরের ক্যাডাররা। এসব সন্ত্রাসী তৎপরতার সুষ্ঠু

বিচার না হওয়ায় জঙ্গিবাদি সাম্প্রদায়িক চক্র অত্যান্ত পরিকল্পিতভাবে

লিটনকে হত্যা করেছে বলে তারা দাবি করে।

বামনডাঙ্গা ট্রেনের নিচে বোমা সদৃশ বস্তু ঃ হরতালের কারণে বামনডাঙ্গা

স্টেশনে আটক লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ওই লোকাল

ট্রেনটির চাকার নিচে একটি বোমা সদৃশ বস্তু দেখা যায়। এসময় ওই বস্তু

দেখে ভীত সন্তস্ত্র হয়ে হয়ে পড়ে এলাকার মানুষ। ট্রেনটি আটক করার প্রায়

৫ ঘন্টা পর সোমবার বেলা ১২টায় লাল রঙের কাপড়ে মোড়ানো বোমা সদৃশ

একটি বস্তু দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা

বাহিনীকে জানানো হলে পুলিশ ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে নেয়। রংপুর

থেকে বোমা বিশেষজ্ঞ দল না আসায় হরতাল প্রত্যাহার করা হলেও ট্রেনটি

বামনডাঙ্গা স্টেশনেই আটক থাকে। ফলে লালমনিরহাট-বোনারপাড়া-

সান্তাহার রেল সেকশনে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ খবর লেখা

পর্যন্ত বোমাটি সেখান থেকে সরানো হয়নি বা বস্তুটি আসলে

সত্যিকার বোমা কিনা তা নির্ধারণ করা যায়নি।

অপরদিকে বোমাটি নিঃস্কৃয় করে ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করতে

নির্বাহী ম্যাজিস্ট্রেট-রাফিউল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার-

খাইরুল আলম, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমানসহ ৪

স্তরের প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও বোমাটি

নিঃস্কৃয় করার জন্য ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে বলে জানা

গেছে।

গাইবান্ধা জেলা বার ও সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়ন পরিষদের মানববন্ধন ঃ

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার

প্রতিবাদে গাইবান্ধায় জেলার বার এসোসিয়েশনের উদ্যোগে সোমবার

আদালত চত্বরে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। এসময় বক্তব্য রাখেন

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক

আহসানুল করিম লাছু, আব্দুল জলিল আকন্দ, আবু আলা মো. সিদ্দিকুল

ইসলাম রিপু, মো. জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ, নিরঞ্জন কুমার ঘোষ,

শফিকুল ইসলাম শফি, আনিছুর রহমান, জিএসএম আলমগীর, আবু

আহম্মেদদ আব্দুলাহ কনক, শেখ মো. আমিনুল ইসলাম, এবিএম সিদ্দিকুল

ইসলাম সাজু প্রমুখ। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের

উদ্যোগে সোমবার সকালে নিজ নিজ ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধনের

কর্মসূচী পালিত হয়। মানববন্ধন থেকে অবিলম্বে মর্মান্তিক এই

হত্যাকান্ডের কারণ নির্ণয়, খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির

দাবি জানানো হয়।

গাইবান্ধা শহর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ঃ সুন্দরগঞ্জ আসনের

এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের

দাবিতে গাইবান্ধা শহর আওয়ামী লীগের উদ্যোগে আজ ৩ জানুয়ারি

(মঙ্গলবার) স্থানীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত উলেখ্য যে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নির্বাচিত আওয়ামী

লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের নিজ

বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে আশংকাজনক

অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে

তাকে আইসিইউতে নেয়া হয়। রাত সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসকরা

তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451