রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কেন্দ্র দখল ঠেকাতে অস্ত্রের ‘যথাযথ ব্যবহার’ চান সিইসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

ভোটকেন্দ্রের দখলবাজি ঠেকাতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ‘অস্ত্রের যথাযথ ব্যবহার’ করার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বৈঠকে এ নির্দেশ দেন সিইসি। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ ও জেলা পরিষদের ভোটে কেন্দ্র দখল ঠেকাতে ইসির কঠোর অবস্থানের কথা জানান সিইসি। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বৈঠকে সিইসি বলেন, ‘প্রতিটি কেন্দ্রে এত নিরাপত্তা সদস্য থাকার পরও কীভাবে দৃষ্কৃতকারীরা কেন্দ্র দখল করে? ভোটের দায়িত্বে থাকা লোকজন অসহায় দাঁড়িয়ে থাকে? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; সেক্ষেত্রে অস্ত্রের যথাযথ ব্যবহার করতে হবে।’

কাজী রকিবউদ্দীন কর্মকর্তাদের জানান, ভোটের আগেই রাতে কেন্দ্র দখল হয়, প্রকাশ্য দিবালোকে কেন্দ্র দখল হয়। তিনি বলেন, ‘তারপর আমাদের কাছে নোটিশ হচ্ছে, আমরা ভোট গ্রহণ বন্ধ করে দিচ্ছি। যেখানে প্রতিকেন্দ্রে এত ফোর্স, তারপরও কীভাবে এত লোক কেন্দ্রে ঢুকে যায়।’

সিইসি বলেন, ‘কিছু লোক কেন্দ্র দখল করল, আমার লোক অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। এটা গ্রহণযোগ্য না। আর্মসের প্রোপার ইউজ করতে হবে। কেউ যেন জোরপূর্বক কেন্দ্রে ঢুকতে না পারে, কেন্দ্র দখল করতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে।’ তিনি জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে পছন্দের প্রার্থীকে এবং নিরাপদে ফিরে যেতে পারে-এটাই চাওয়া। সন্ত্রাসী, মাস্তান, বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তা দৃশ্যমান করতে হবে।

সিইসি বলেন, ‘প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগ পাই। কোনোভাবেই যেন এজেন্টদের বের করে দেওয়া না হয়।’

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কাজী রকিব জানান, কেন্দ্র দখল ঠেকাতে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আগের রাত্রে কোনো রকমের জোরাজুরি সহ্য করা হবে না, তার জন্য কেন্দ্রে পুলিশ ফোর্স বাড়ানো হবে। সতর্ক অবস্থায় থাকবে অন্যরা, যেন দ্রুত ব্যবস্থা নিতে পারে। তিনি বলেন, ‘দুষ্কৃতকারীরা সংখ্যায় যতই হোক তারা যেন কেন্দ্রে প্রবেশ করতে না পারে এবং যেন কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। শুধু রাতে নয়, ভোটের দিন সারাদিন ধরে যাতে কেন্দ্র সুরক্ষিত থাকে সে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান, কোস্ট গার্ড সদর দপ্তরের কমান্ডেন্ট ক্বামীল আলম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল মো. সামছুল হক,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451