নড়াইলের লোহাগড়ায় গতকাল রোববার থেকে চাকুরি জাতীয়করণ না হওয়া
পর্যন্ত কলম বিরতি কর্মসূচী শুরু করছে উপজেলা নকল নবীস এসোসিয়েশন।
জানা গেছে, বাংলাদেশ এক্ধসঢ়;্রট্রা মোহরার(নকল নবীশ)এসোসিয়েশন কেন্দ্রীয়
কমিটির কর্মসূচির অংশ হিসাবে রোববার সকাল থেকে লোহাগড়ার লক্ষীপাশা
সাবরেজিস্ট্রি অফিসের ১৭জন নকল নবীস একযোগে কলম বিরতি শুরু করে।
উপজেলা নকল নবীস সমিতির সভাপতি মোঃ মশিউর রহমান জানান এ অফিসে
১৭ জন নকল নবীস ৮ থেকে ১৬ বছর যাবৎ কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী
আমাদের চাকুরি জাতীয়করণ করলে আমাদের মতো সারাদেশের লাখ লাখ দর্রিদ্র
মানুষ উপকৃত হবে। এসময় উপস্থিত ছিলেন নকল নবীস পাপিয়া সুলতানা,
তারিকুল ইসলাম,পুতুল রাণী ঘোষ, পারভিন সুলতানা,মুন্নী সালমা প্রমুখ।