মোরেলগঞ্জে হার মানেনি প্রতিবন্ধী শাহাজামাল পিএসসি পরীক্ষার্থী
বাংলার প্রতিদিন ডেস্ক ::
-
আপডেট সময়
শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
-
১৫৪
বার পড়া হয়েছে
এস.এম. সাইফুল ইসলাম কবির , বাগেরহাট প্রতিনিধি : প্রতিবন্ধী সত্তে¡ও জীবন যুদ্ধে হার মানেনি শারীরিক প্রতিবন্ধী শাহজামাল হাওলাদার (১৪)। আদম্য ইচ্ছা তার লেখাপড়া করার। অন্য আর দশজন ছেলে মেয়ের সাথে সে বিদ্যালয়ে যেতে আগ্রহী। তার এ আদম্য শক্তি আর ইচ্ছা নিয়ে জন্ম প্রতিবন্ধী শাহাজামাল মোরেলগঞ্জ উপজেলার ৭নং দেবরাজ দিঘীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। শাহাজামাল উপজেলা দেরাজ গ্রামের আলমগীর হাওলাদারের পুত্র। ৩ ভাই বোনের মধ্যে সে দ্বিতীয়। পিতা দিন মজুর। একদিকে সংসারে অভাব অনটন অপরদিকে পুত্র প্রতিবন্ধী। যার কারনে পিতা তার প্রতিবন্ধী পুত্রকে বিদ্যালয়ে পাঠ অপারগতা প্রকাশ করেন। কিন্তÍু পুত্রের পিড়াপিড়িতে শেষ পর্যন্ত তাকে বিদ্যালয়ে ভর্তি করে দেন। শাহাজামাল তার আদম্য ইচ্ছা ও শিক্ষকদের সহযোগীতায় চলতি বছরে ৯নং পাঁচগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষায় অংশ নেয়। পিতা আলমগীর হাওলাদার জানান, তার প্রতিবন্ধী পুত্রের ইচ্ছা রয়েছে পড়াশুনা চালিয়ে যার্বা। কিন্তুু গরীব সংসারে তার পক্ষে সম্ভব হবেনা।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর