শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জীবন্ত ছবি , কাজী জুবেরী মোস্তাক 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ৫৩৮ বার পড়া হয়েছে

জীবন্ত ছবি

কাজী জুবেরী মোস্তাক 
সারাদিনের কর্ম ব্যস্ততাটুকু ঝেড়ে ফেলে ,
চিলের ডানায় ভর করে উড়ে এলো ক্লান্ত সন্ধ্যা ,
নিত্যদিনের মতোই জ্বলে উঠেছে সন্ধ্যাবাতির ফোয়ারা ৷
কিছু আল্লাহ ওয়ালা ছুটেছে মসজিদ পানে ,
আর কিছু লোক এ দোকান ও দোকান ঢুঁ মারছে ,
ওদিকে সন্ধ্যাবাতির নিচে পশরা সাজিয়ে বসেছে রাতের পাখিরা ৷
নষ্ট পুরুষরাও ব্যতিব্যস্ত কামবাসনা চরিতার্থ করতে ,
সেই কামবাসনায় বিক্রি হয় রাতের পাখিরা ,
শুধু বিক্রি হয়না তাদের মন যা ভরা আছে চাপা অভিমানে ৷
কেউবা ওদের বেশ্যা ডাকে কেউ বলে নটি ,
অথচ ভাতের আশায় রাতের আঁধারে বিক্রিত শরীর ,
এ যেন ঘুমহীন চোখে অপলক দেখা এক ত্রি-মাত্রিক জীবন্ত ছবি ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451