শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কিশোরগঞ্জের পাকুন্দিয়া অবৈধভাবে বালু উওোলনের দায় ৩ শ্রমিকের জেল জরিমানা !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ২৪১ বার পড়া হয়েছে

এ.এইচ.মাহমুদুর রহমান (কিশোরগঞ্জ)।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবৈধভাবে বালু উত্তোলণের অভিযোগে ৩ শ্রমিককে আটক করে ভ্রাম্যমান আদালত। ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর সীমানায় ব্রহ্মপুত্র নদের ২টি স্পর্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলণের অভিযোগে ৩ শ্রমিক আটক। আজ ২৪শে জুলাই রবিবার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে ট্রলারে ড্রেজার লাগিয়ে বালু উত্তোণের সময় মির্জাপুর সীমানা থেকে সফিকুল ইসলাম (৪০), রনি মিয়া (২৫) ও আবদুল মতিন (২৫) নামে ৩ শ্রমিককে আটক করেন। জানা যায়, উপজেলার বালু মহাল ইজারা
নিয়েছেন উপজেলার চরফরাদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব উদ্দিন। তিনি ইজারার স্পর্ট উপজেলার মুনিয়ারিকান্দা গ্রামের হারুন অর রশীদ জুয়েলের কাছে বিক্রি করে দিয়ে অবৈধভাবে মির্জাপুর সীমানার ২টি স্পর্ট থেকে বালু উত্তোলন করে আসছিলেন। ওখান থেকে ওই ৩ শ্রমিককে আটক করে প্রত্যেক ১ লক্ষ করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করেন। অনাদায়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। স্থানীয়রা জানান, মির্জাপুর সীমানায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলণের ফলে নদের পাড় ভেঙ্গে দক্ষিণ চরটেকী গ্রামটি বিলুপ্ত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451