মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তোমারই কারনে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে
তোমারই কারনে
কাজী জুবেরী মোস্তাক

তোমার চলে যাওয়ার পর থেকে
এই আমার মৃত্যু হয় প্রতিক্ষণে ,
তোমার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসে
হাজার বছরের দীর্ঘশ্বাস জমে ,
মহাপ্রলয় হয়ে জেঁকে বসেছে
ভাঙ্গাচুড়া অপূর্ণ অন্তরে জুড়ে ।
তোমার চলে যাওয়ার পদধ্বনী
হৃদয়ে আলপিনের মতো বিঁধে ,
আর ক্ষতবিক্ষত করে হৃদয়কে ।
তোমার যাওয়ার পর প্রতিটা দিন
যেনো এক একটা মহাকাল হয়ে
আমার সামনে ঠায় দাড়িঁয়ে আছে ,
হাতরে ফিরি স্মৃতির রোমন্থনে
মহাকালের সে অতল গহ্ববরে ।
তোমাকে না ফেরানোর দুঃখে
নির্ঘুম রাত জেগে থেকে থেকে
কালো হয়ে গেছে চোখের নিচে ,
তোমার চলে যাওয়ার পর থেকে
আজও চেয়ে আছি পথের পানে ,
ঝাপসা চোখে যতদুর দৃষ্টি গেছে ।
তোমার চলে যাওয়ার পর থেকে
পরিণত হয়ে আছি জীবন্ত লাশে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451