সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘জলাবদ্ধতা এবার হবে কিন্তু আগের চেয়ে কম’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ২৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘জলাবদ্ধতা হয়তো এবারও হবে কিন্তু আগের তুলনায় কিছুটা হলেও কম হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।’

আজ সোমবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ১৮টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, ‘এই এপ্রিল মাসের শেষ নাগাদ ড্রেনগুলোকে পরিষ্কার করতে সক্ষম হব। এ বছরও বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতা হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আমাদের এ কাজ চলমান থাকবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাথে যুক্ত হওয়া ১৮ টি ওয়ার্ডকে মডেল শহর বানানো হবে বলে জানান মেয়র সাঈদ খোকন। তবে এটি বাস্তবায়নে আমলাতন্ত্র বড় বাধা বলে উল্লেখ করেছেন তিনি।

সাঈদ খোকন বলেন, ‘গত ৮/৯ বছরের চেষ্টার পরও প্রশাসনিক বিন্যাস এখনো পূর্ণতা পায়নি।’ জনসংখ্যা যে তুলনায় বেড়েছে, সে তুলনায় সেবা সংস্থাগুলোর সক্ষমতা বাড়েনি বলেও দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451