নতুন নির্বাচন কমিশন গঠন ও এর কাঠামোসম্পর্কিত প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার বিকাল ৪টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন তাঁর প্রেসসচিব মারুফ কামাল খান।
তিনি বলেন, “চেয়ারপারসন নতুন নির্বাচন কমিশন গঠন ও কাঠামো নিয়ে একটি রূপরেখা উপস্থাপন করবেন, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিশন গঠন হতে পারে।” বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে খালেদার ওই প্রস্তাব চূড়ান্ত করা হয় বলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান।
বিএনপির ভাষায় ‘সরকারের আজ্ঞাবহ’ কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হবে। এরপর যে নির্বাচন কমিশন হবে তার অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।