ঢাকা: রাজধানীর বনানী থেকে সাতটি ককটেলসহ তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বনানী ২০ নং ওয়ার্ডের কমিশনারের কার্যালয়ের গলি থেকে তাদের আটক করা হয়।
আটক পাঁচ ছাত্রদল নেতা হলেন- কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম হাসান মাসুম, সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল, সিনিয়র সহ-সভাপতি নূরে আলম রাসেল, সদস্য মাসুদ রানা ও সাইফুল।
বিষয়টি জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।
তিনি জানান, আটক পাঁচ ছাত্রদল নেতার কাছ থেকে সাতটি ককটেল ও তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়।