বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন

আজ থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ১০২ বার পড়া হয়েছে

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে আজ। এই পরীক্ষায় বসছে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন ছাত্রছাত্রী। জেএসসি ও জেডিসি উভয় পরীক্ষায় এবার ছাত্রের চেয়ে  ছাত্রী বেশি। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
দেশের ২৮ হাজার ৭৬১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে অষ্টম শ্রেণির এই পরীক্ষা।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার এক লাখ ৬৪ হাজার ২৯ ছাত্রী বেশি। ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৮৮ হাজার ৪০২ জন ছাত্রী এবং ১১ লাখ ২৪ হাজার ৩৭৩ জন ছাত্র।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে এবার অংশ নিচ্ছে ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসিতে অংশ নিচ্ছে তিন লাখ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী। আর দেশের বাইরের আটটি কেন্দ্রে এবার ৬৮১ জন জেএসসি পরীক্ষায় অংশ নেবে।

জেএসসির বিস্তারিত সূচি:
১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৩ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৭ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে।
আর ৮ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১০ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৩ নভেম্বর গণিত, ১৪ নভেম্বর হবে কর্ম ও জীবনমুখী শিক্ষা, ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর চারু ও কারু কলা, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত ও পালির পরীক্ষা হবে।
জেডিসি বিস্তারিত সূচি:
১ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিকহ, ৩ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অনিয়মিত), ৬ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৭ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৮ নভেম্বর বাংলা প্রথমপত্র, ৯ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ১০ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষা, ১২ নভেম্বর গণিত, ১৩ নভেম্বর আরবি প্রথমপত্র, ১৪ নভেম্বর আরবি দ্বিতীয়পত্র, ১৫ নভেম্বর সামাজিক বিজ্ঞান (অনিয়মিত), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৬ নভেম্বর বিজ্ঞান, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি (অনিয়মিত) এবং গার্হস্থ্য বিজ্ঞানের পরীক্ষা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451