ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলার ঘটনায় অজ্ঞাত দুই হাজার চারশ জনকে আসামি করে মামলা হয়েছে। আটক করা হয়েছে, ৪ জনকে।
এছাড়া মাগুরার মহম্মদপুরে মন্দিরে হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, মাগুরার মহম্মদপুরের ছোট নাওডাঙ্গা গ্রামে জুয়ার আসর বসা নিয়ে বিরোধে একটি বাড়ি ও মন্দিরে হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের কালিমূর্তি। এসময় হামলাকারীরা লুটপাত চালায় বলেও অভিযোগ করে মন্দির কর্তৃপক্ষ। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে, পুলিশ।