ঢাকা : দুঃস্থ, অসহায় ও গরিব দুঃখীদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, সবাইকেই মানবতার সেবায় এগিয়ে আসা উচিত।
সোমবার রাজধানীর লেডিসক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। ইফতার মাহফিলে শেষ মুহুর্তে এসে পৌছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এসময় তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল অব আ স ম হান্নান শাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সদরুল আমিন, সাবেক উপ উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমূখ।