রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজই ঘোষণা হবে আ. লীগের সভাপতি ও সম্পাদকের নাম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চলছে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া। সারাদেশের সাড়ে ছয় হাজার কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন দলের শীর্ষ দুই নেতা। আজই ঘোষণা করা হবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম।

দলীয় প্রধানের পদে পরিবর্তন না চাইলেও সাধারণ সম্পাদক নিয়ে নেতা-কর্মীদের মধ্যে রয়েছে জল্পনা-কল্পনা। এদিকে, কাউন্সিল অধিবেশনে সভাপতি শেখ হাসিনা, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে তৃণমূল নেতা-কর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দেন।

আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় দিনে রোববার সকাল সাড়ে নয়টার দিকে সম্মেলনস্থলে পৌঁছান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে সকাল থেকেই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনের সামনে ভিড় করেন নেতা-কর্মীরা। তবে শুধু কাউন্সিলররাই প্রবেশ করেন ইন্সটিটিউশনে।

শুরু হয় সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন। আর এই অধিবেশনেই কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে কাউন্সিলররা বলছেন, শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন তারা।

এদিকে, সমাবেশস্থলের বাইরে সমবেত হয়েছেন হাজারো নেতা-কর্মী। নেতা নির্বাচনে সরাসরি অংশগ্রহণের সুযোগ না পেলেও আশা করছেন, আগামী দিনে আওয়ামী লীগকে এগিয়ে নিতে একজন দক্ষ নেতা পাবেন তারা।

শুধু নেতা নির্বাচন নয়, আওয়ামী লীগের নেতৃত্বে আগামী দিনে দেশকে এগিয়ে নিতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তৃণমূল নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451