একে.এম নাজিম, হাটহাজারীঃ হাটহাজারী উপজেলার মেখল
ইউনিয়নের দক্ষিল-পশ্চিম মেখলস্থ ইনুছ মিয়া সওদাগড় বাড়ির মৃত
শামসু মিয়ার বড় ছেলে মোঃ সোলাইমান (৩৮) ওমানে সড়ক
দূর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে। গতকাল (১৫
অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘঁটনা
ঘটে।
মেখল ইউপির ৭ নং ওয়ার্ডের মোঃ জালাল উদ্দীন মূন্না মেম্বার ও
কাজী মোঃ আরিফ নিহতের পারিবারিক বরাত দিয়ে
সাংবাদিকদের বলেন, দক্ষিণ-পশ্চিম মেখলের দেওয়ান পাড়া এলাকার
ইনুছ মিয়া সওদাগড় বাড়ির মৃত শামসু মিয়ার বড় ছেলে কয়েক
বছর পূর্বে প্রবাসে পাড়ি জমায় সেখানে সে শ্রমিকের কাজ
করতেন ১৫ অক্টোবর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে
ওমানের পাঞ্জা এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়। নিহতের নাম
মোঃ সোলাইমান (৩৮) মৃত সোলাইমানের একটি ছেলে ও
একটি মেয়ে রয়েছে উভয়ের বয়স আনুানিক ৯/১০ বছর বলে
জানা গেছে। আইনি জটিলতা শেষে কয়েকদিন পর তাকে দেশে
আনা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ছেলে মেয়ে দু
জনই বাবা বাবা বলে কান্না করছে। তার মৃত্যুতে পরিবারে
শোকের ছায়া নেমে এসেছে।