লক্ষ্মীপুরের রায়পুরে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে তার।
পুলিশ জানায়, রোববার রাতে ডাকাত সর্দার রাজনকে গ্রেফতারের পর উত্তর কেরোয়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য কোরে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এসময় বাকী ডাকাতরা পালিয়ে গেলেও রাজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।