বিশ্বকাপ বাছাইপর্বে বড় জয় পেয়েছে ফ্রান্স ও পর্তুগাল। বুলগেরিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। দূর্বল অ্যান্ডোরাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ইনজুরি থেকে ফিরে রোনালদো করেছেন চার গোল।
স্তাদে দ্য ফ্রান্সে স্বাগতিকদ দল পিছিয়ে পড়ে ম্যাচের ছয় মিনিটে। মিহাইল আলেক্সান্দ্রোভ বুলগেরিয়াকে এগিয়ে দেন ছয় মিনিটে। ২৩ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান কেভিন গামেইরো। বিরতির আগে আরও দুই গোল হজম করে বুলগেরিয়া। দিমিত্রি পায়েত ও আঁতোয়া গ্রিজমানীর গোলে ম্যাচ নিজেদের করে নেয় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে গামেইরো করেন নিজের তৃতীয় ও দলের চার নম্বর গোল। একই রকম প্রাধান্য ছিল পর্তুগালেরও। নিজ মাঠে অ্যান্ডোরাকে কোন সুযোগই দেয়নি রোনালদোর দল। প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল করে স্বাগতিক দল। দুই অর্ধ্ব মিলিয়ে চার গোল করেন রোনালদো। দিনের অন্য ম্যাচে বেলারুশকে ৪-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।