শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বগুড়ায় দুই জংগী আত্মসমর্পণ অনুষ্ঠানে-স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা মানুষ হত্যা,দেশের সম্নানহানী করছে তারা কেউ পার পাবেনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ১৭১ বার পড়া হয়েছে

 

মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ ধর্মের নামে যারা মানুষ হত্যা করে পবিত্র ইসলামকে কলুষিত করেছে তাদের কেউই পার পাবেনা জংগীদের নামে যারা দেশের সম্নানহানী করেছে তাদেরও রক্ষা নেই ‌্যাব১২ বগুড়ার আযোজনে   নিষিধ জংগী সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ(জেএমবি) দুই সদস্যের আত্মসমর্পণ উপলক্ষে বুধবার দুপুরে বগুড়া শহীদ টিটুমিলনায়নে স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খাঁন কামাল এমপি উপরোক্ত কথাগুলো বলেন আত্মসমর্পণকারী দুই জংগী হলো, বগুড়ার শাজাহানপুরের কামারপাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল হাকিম (২২) গাইবান্ধার সাঘাট উপজেলার হাটভরটখালির মৃত সেকেন্দার আলীর ছেলে মাহমুদুল হাসান বিজয় (১৮)এদিকে আত্মসমর্পণ অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠানস্থলসহ শহরের বিভিন্ন গুরুত্বর্পণ পয়েন্টগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলে কড়া তল্লাসি চালিয়েছে ‌্যাব সদস্যরা মন্ত্রী বলেন, বাংলাদেশে কোন আইএস অস্তিত্ব নেই আইএস নামে যারা জংগী কর্মকান্ড করছে তাদের সময় ফুরিয়ে আসছে তাদের রক্ষা নেই তিনি বলেন, সরকারের আহবানে যারা সারা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে চায় তাদের জন্য সব ব্যবস্থা করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জংগীদের পুনর্বাসনে সুযোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সরকার তাদের সুযোগ দিয়েছে সুযোগ পেয়ে যারা স্বাভাবিক জীবনে ফিরে না আসবে তাদের নিমূল করা হবে ইতিমধ্যে জংগীরা ভুল বুঝতে পেরে তারা আত্মসমপর্ণ শুরু করেছে কেউ আলোর পথে আসতে চাইলে সরকারের দরজা খোলা মন্ত্রী ভুক্তভোগী পরিবারের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনাদের কোন সন্তান যদি জংগীবাদে জড়িয়ে পড়ে তাকে আত্মসমর্পণ করতে উৎসাহ দিন অনুষ্ঠানে আত্মসমর্পণকারী দুই জনকে পুনর্বাসনের জন্য লাখ টাকা করে প্রদান করা হয় ‌্যাব জানায়, নব্য জেএমবি সদস্যরা গুলশান হামলায় জড়িত জংগী খায়রুল ইসলাম পায়েলের সহযোগী ছিল ‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ (বিপিএম)বলেন,‌্যাব তার জন্মলগ্ন থেকে জংগী দমনে কাজ করে আসছে পর্যন্ত হাজার ২১৬ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে ৬৬৩ জন সরাসরি জেএমবি সাথে জড়িত তিনি বলেন,জেল ফাঁসি নয়, আমরা ভালবাসা দিয়ে জংগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাইকিন্তু যারা ধর্মের ব্যানার ব্যবহার করে অশান্তি সৃষ্টি করছে তাদের ডানা ছিঁড়ে ফেলা হবে অনুষ্ঠানের শুরুতেই আত্মসমর্পণকারী দুই জংগী তাদের পরিবার এবং আলেম সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন ‌্যাব ১২ এর অধিনায়ক শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিরোধী দলের চীফ হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, বগুড়া জেলা প্রশাসক আশরাফুজ্জামান,বগুড়া পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনসহ সাংবাদিক, সামাজিক , সাংকৃতিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451