শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্বৃত্ত কর্তৃক প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে গত সোমবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম ছাপড়হাটী (কুশটারী) গ্রামের সুরজিত চন্দ্র বর্মনের বাড়ীর মা ভবানী দুর্গা মন্দিরের প্রতীমা ভাংচুর করে দুর্বৃত্তরা। তবে পূজা মন্ডপ ঘরে একটি চিঠি পাওয়া গেছে। তাতে নব্য জিএমবি নামে একটি সংগঠন প্রতিমা ভাংচুরের দায় স্বীকার করেছে।
মঙ্গলবার সকালে ওই বাড়ির লোকজন ভাংচুর করা প্রতিমা দেখে হতবিম্ব হয়ে পড়েন। খবর পেয়ে এএসপি রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত ইউএনও হাবিবুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, দীপক কুমার বাবলু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা আহ্বায়ক শ্যামল কুমার দাস, সংশিষ্ট ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির কমিটির সভাপতি সুরজিত চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক কমল চন্দ্র বর্মন জানান, আমাদের মন্দিরের সমস্ত মূর্তি ভাংচুর করেছে। কে বা কারা করেছে তা আমরা দেখিনি।