গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ আন্তর্জাতিক প্রবীণ দিবস
উপলক্ষে ‘বয়স্ক বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
প্রবীণ হিতৈষী সংঘ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার
একটি র্যালী জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বের হয়ে শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা
প্রশাসক মো. আব্দুস সামাদ।
পরে জেলা পরিষদ হল রুমে সংগঠনের জেলা সভাপতি ডাঃ মোঃ শামসুল ইসলামের
সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার
মো. আশরাফুল ইসলাম খান, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোঃ
আকরাম হোসেন, প্রফেসর মোঃ আব্দুল কাইয়ুম, ওয়াশিকার ইকবাল মোঃ
মাজু, আব্দুল হক চৌধুরী, ফজলুল করিম, প্রফেসর মোঃ শফিকুর রহমান, মোঃ
হায়দার আলী প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অ্যাড. মোঃ শামসুল
জোহা।
অনুষ্ঠানে মমতায় ও মমতাময়ী ২০১৬ সালের পুরস্কার গ্রহণ করেন এএসএম
সানোয়ার কবীর ও সেলিনা আকতার।