মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে দেশরতœ জননেত্রী
শেখ হাসিনার ৭০তম জম্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ
ক্যাম্পাসে কেক কাটা ও র্যালী অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা
আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, বিশেষ অতিথি অধ্যক্ষ
আলী আশরাফ, উপাধ্যক্ষ আব্দুস সালাম, কৃষিবীদ জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ
সভাপতি সরকার মেহেদী হাসান, পৌর ছাত্রলীগ সভাপতি স ম সেলিম, কলেজ শাখা
ছাত্রলীগ সভাপতি মো. শেখ সবুজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার
হোসেন ছাড়াও ছাত্রলীগ নেতা টিপু সুলতান, জিল্লুর শেখ, আরিফ সরকার, শান্ত,
জাকারিয়া, সামসুল হক, ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালী ও কেক কাটা শেষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত
পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের।