বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বিলে রিপন (২২) নামে এক চালককে
কুপিয়ে তার মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে
পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
আহত চালক রিপন উপজেলার ধানাইদহ গ্রামের আব্দুল খালেক প্রামাণিকের
ছেলে।
জানা যায়, বুধবার রাত ৮টার দিকে রিপন মোটর সাইকেলে নিজ বাড়িতে
ফেরার পথে লক্ষীকোল-কয়েন ফিডার সড়কের কয়েন বিলের মধ্যে রাস্তার দুপাশের
গাছের সাথে রশি বেঁধে তার পথরোধ করে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে
মোটর সাইকেলটি নিয়ে নেয়। কিন্তু হঠাৎ করে কয়েকটি যাত্রী বোঝাই
ভুটভুটি আসলে তারা মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে আহত
রিপনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দয়াল ব্যানার্জি জানান, রিপনের
জ্ঞান না ফেরা পর্যন্ত কোন তথ্য পাওয়া যাচ্ছে না। তার দেয়া তথ্যের ভিত্তিতে
আসামীদের আটকের চেষ্টা করা হবে।