সোহেল রানা,হাকিমপুর(হিলি)দিনাজপূর প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর
উপজেলার হিলি সীমান্তে চোরাচালান ও অপরাধীদের প্রতিরোধে আজ
মঙ্গলবার(২৭সেপ্টেম্বর) থেকে দুইদিন ব্যাপী “যৌথ অনুশীলন”হিলি
এক্সপ্রেস”শুরু করেছে বিজিবি ও বিএসএফ।দুইদিন ব্যাপী এই যৌথ অনুশীলনের আজ
মঙ্গলবার ছিল প্রথম দিন।দুই বাহিনীর সদস্যদের মধৌ পারষ্পারিক
সহযোগীতা,বন্ধুত্বতা বাড়াতে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এই যৌথ
অনুশীলনের আয়োজন করে।জয়পুরহাট-২০ বর্ড়ার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার লে
কর্ণেল মো:মোস্তাফিজুর রহমান জানান,আজ সকাল ৯ টায় যৌথ অনুশীলনে অংশ নিতে
আসা ভারতের রায়গন্জ সেক্টরের ডিআইজি জর্জ মানজুরাল এর নেতৃত্বে বিএসএফের
প্রতিনিধি দলটি হিলি চেকপোষ্টে আসেন।এসময় দিনাজপুর সেক্টর কমান্ডার
কর্ণেল জাকির হোসেন সহ অনেন্যে কর্মকর্তারা বিএসএফের দলটিকে অভ্যর্থনা
জানান।