সোহেল রানা,হাকিমপুর(হিলি) প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি
ইমিগ্রেশন চেকপোষ্টে জিকা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সতর্কতামূলক
ব্যবস্থা নেওয়া হয়েছে।বাংলাদেশে এসব ভাইরাস যেনো না ছড়িয়ে যেতে পারে
সেজন্যে চেকপোষ্টে বসানো হয়েছে বিশেষ একটি মেডিকেল টিম।এই চেকপোষ্ট দিয়ে
প্রতিনিয়ত শত শত মানুষ দুই দেশে যাতায়াত করে থাকে।দুই দেশে মধৌ চলাচলকারী
পাসপোর্টধারী যাত্রীদের নিয়মিত করা হচ্ছে স্বাস্থ্য পরিক্ষা।সম্প্রতি
কালে দেখা গেছে সিঙ্গাপুরে জিকা ভাইরাস ও ভারতে ডেঙ্গু জ্বর পড়িয়েছে।এতে
বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষে মাঝে ছড়িয়ে পড়েছে আতংক। হিলি চেকপোষ্ট
মেডিকেল টিম জানান,পাসপোর্ট ধারী যাত্রীদের দেশে প্রবেশের সময় থার্মাল
স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরিক্ষা করা হচ্ছে। সন্দেহমুক্ত হলে তাদেরকে
দেশে ফিরতে অনুমতি দেওয়া হচ্ছে।তবে এখন পযর্ন্ত এই চেকপোষ্টে কোন ভাইরাস
ধরা পড়ে নি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত জিকা ভাইরাস শনাক্ত করতে
এই মেডিকেল টিম তাদের দায়িত্ব পালন করে থাকে।